pharmacy

We have more then one Pharmacy for your emergency

যে কারনে আমাদের ফার্মেসী থেকে ঔষধ কিনবেন

  • সকল প্রকার ঔষধ নির্ধারিত মূল্যের উপর ৫% ছাড়ে বিক্রয় করা হয়।
  • শুধুমাত্র সরকার অনুমোদিত কোম্পানী থেকে সরাসরি ঔষধ ক্রয় করা হয়।
  • গুনগত মান ঠিক রাখতে সঠিক তাপমাত্রায় ঔষধ সংরক্ষিত।
  • নির্ধারিত তাপমাত্রায় সংরক্ষিত সকল প্রকার ইনসুলিন ও ভ্যাকসিন পাওয়া যায়।
  • রেজিষ্টার্ড ফার্মাসিষ্টের তত্বাবধানে ঔষধ ক্রয় – বিক্রয় করা হয়।
  • সরকার নির্ধারিত মূল্যে ঔষধ বিক্রয় করা হয়।
  • দেশি-বিদেশী সব ধরনের ঔষধ পাওয়া যায়।
  • নকল – ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ কোন ঔষধ ক্রয় – বিক্রয় করা হয় না। 

মানসম্মত ঔষধ কিনুন, সুস্থ থাকুন

আরো যেসব আইটেম পাওয়া যায়

  • চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিশুদের প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল্‌স।
  • ডেন্টিষ্টের পরামর্শ অনুযায়ী টুথপেষ্ট, ব্রাশ ও ডেন্টাল সামগ্রী।
  • কোমর ও ঘাড় ব্যাথা রোগীদের জন্য উন্নতমানের বেল্টসহ ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন সামগ্রী।
  • সকল ধরনের সার্জিক্যাল আইটেম। 

শুক্রবার সহ প্রতিদিন ২৪ ঘন্টা খোলা

সুপার মেডিকেল হস্‌পিটাল আপনার ও আপনার পরিবারের জন্য নির্ভরযোগ্য একটি আধুনিক চিকিৎসা সেবা কেন্দ্র